সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ জাহিদ হাসান (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000077713

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গাংনী থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ হাসান উপজেলার কাজিপুর গ্রামের হাজী পাড়ার হায়দার আলীর ছেলে।

আরও পড়ুন

ডিবির এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি কাজিপুর থেকে নিটা নামের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপযোগে বামন্দির দিকে আসছে। এমন গোপন সংবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলাধীন হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়ায় তিন রাস্তার মোড় এলাকায় ভবানীপুর ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে জমশেদ আলীর চায়ের দোকানের সামনে থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহিদ হাসান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এসময় পিকআপটি জব্দ করে গাংনী থানা হেফাজতে নেয়া হয়েছে।

thumbnail_1000077715

আটক জাহিদ হাসানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর