আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, নৃত্য-গান আর নানা আয়োজনে গাজীপুরে নতুন বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পগোষ্ঠী। পরে জেলা প্রশাসক নাফিসা আরেফীনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। দিনটি উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে পান্তা ইলিশের আয়োজন ও উৎসবের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার ভ. চৌধুরী যাবের সাদেক, মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটো প্রমুখ।
বিজ্ঞাপন
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলাদাভাবে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
প্রতিনিধি/এসএস