প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হচ্ছে গুলি। আবার কখনও আসছে উড়ো চিঠি। কিছুদিন আগে শুটিং স্পটে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। এবার গাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন। ভারতীয় গণমাধ্যমের উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি মুম্বাইয়ের ওরলির (মুম্বাইয়ের দক্ষিণাংশে অবস্থিত) ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটি হোয়াটসঅ্যাপ সালমানের নামে একটি হুমকির বার্তা পাঠিয়েছেন৷
সূত্রের খবর অভিনেতাকে তার মুম্বাই বাসভবনের ভিতরে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
বিজ্ঞাপন
হুমকির বার্তা পাওয়ার পরই ওরলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, অভিনেতাকে দেওয়া হুমকির উৎস এবং সত্যতা তদন্ত শুরু করেছে।
এর আগে বলিউড অভিনেতা একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছেন। হুমকিদাতা ব্যক্তিরা পরোক্ষভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। গত বছরের এপ্রিল মাসে দুই মোটরবাইক আরোহী অভিনেতার বান্দ্রার বাসভবনে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তাদের গুজরাট থেকে গ্রেফতার করা হয়।
সালমানের পর শাহরুখকে প্রাণনাশের হুমকি
সম্প্রতি সালমান খান হুমকির বিষয়ে বলেন, ‘ভগবান, আল্লাহ সবার উপর আছে। আল্লাহ যতদিন ভাগ্যে বাঁচার কথা লিখে রেখেছেন, ততদিনই বাঁচব।’
ইএইচ/