সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেহেরপুরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, বেঁচে গেলেন সেলুন দোকানদার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

বিকট শব্দে বোমা ফাটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের বীরের কুমার (২১) নামের এক সেলুনের দোকানদার।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কড়ুইগাছি গ্রামের রোকনের বাড়ির নিচতলায় সেলুনের দোকানের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বীরেন উপজেলার এলাঙ্গী গ্রামের খালপাড়ার সুশান্ত কুমারের ছেলে।

thumbnail_1000077722

সেলুনের দোকানদার বীরেন জানান, প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে তিনি সেলুনের দোকান খুলে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় দোকানের দরজার সামনে একটি ইটের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। সেটাকে প্রথমে পা দিয়ে নাড়াচাড়া করে জিনিসটা কি দেখার চেষ্টা করেন। বুঝতে না পেরে ফুটবলের মতো একটি লাথি মেরে দেন। বস্তুটি দোকান থেকে কিছুটা দূরে পাকা রাস্তায় গড়িয়ে পড়ে। সেখানে গিয়ে আবারও একটি লাথি মারতেই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনি প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরই এলাকার লোকজন ছুটে আসেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বীরেনের কোনো শত্রু নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন

মেহেরপুরে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

বাড়ির মালিক আদম ব্যবসায়ী রোকনুজ্জামান রোকনের মা রেজিয়া খাতুন জানান তাদেরও কোনো শত্রু নাই। তাছাড়া তাদেরকে ইতোপূর্বে কেউ কোনো ভয়-ভীতি দেখায় নাই। কেন এমন ঘটনা ঘটলো এ নিয়ে বর্তমানে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।

bom

এ ব্যাপারে গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, বোমা বিস্ফোরিত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন