পিরোজপুরের ইন্দুরকানীতে শুকুর আলী হত্যার বিচারের দাবিতে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকশত স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার সম্পাদক মাওলানা. কবির হোসেন, সদর ইউনিয়নের সাবেক আমির হাফেজ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বাসার খান, নিহত শুকুর আলীর বাবা ও আহত ব্যক্তিরাসহ উপজেলার বিভিন্ন পেশার মানুষ এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।
বক্তারা বলেন, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে শেখ হাসিনার পাতানো ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল নির্দোষ নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এই বিক্ষোভ মিছিলের ওপর নির্বিচারে গুলি করে শহীদ করা হয় শুকুর আলী ভাইকে এবং আরও সাতজনকে গুলি করে আহত করে আওয়ামী সন্ত্রাসীরা। তখন আমরা বাদী হয়ে একটা মামলা দায়ের করি কিন্তু আওয়ামী সরকার ওই মামলার একজন আসামিও ধরেনি এবং মামলার কোনো কার্যক্রম পরিচালনা করেননি।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা মামলাটি পূর্ণ উজ্জীবিত করার চেষ্টা করি যাতে করে খুনিরা পার না পেয়ে যায়। আমরা এই জাতীয় সরকারের কাছে আবেদন রাখি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক যাতে করে এই খুনিরা আর কোনো দুঃসাহস না দেখাতে পারে বাংলার পবিত্র মাটিতে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস