রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৮

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমির পরিমাপ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রামগতি উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের আজাদ নগর ব্রিজ সংলগ্ন কামাল পাশার মোড়ে এ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের পর বছর কামাল পাশা নামে এক চিহ্নিত ভূমিদস্যু একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে পূর্ব কলাকোপা গ্রামে। সে অন্যের সম্পত্তি ভূমিহীন মানুষের কাছে বিক্রি করে দেয়। আবার মাঝেমধ্যে ভূমিহীনদের আশ্রয় দেয় তাও আবার অন্যের জমিতে। ভুয়া কাগজপত্র করে মানুষের সম্পত্তি কামাল পাশা তার নামে করে নেওয়ার অভিযোগ রয়েছে অনেক।

সর্বশেষ (১২ নভেম্বর) আবদুল মান্নান নামে এক ব্যক্তি তাদের সম্পত্তি উদ্ধার ও সুবিচার পেতে রামগতির আলেকজান্ডার সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কামাল পাশার বিরুদ্ধে।

সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বিষয়টি আমলে নিয়ে উভয়পক্ষে জমির পরিমাপ করার জন্য নির্দেশ দেন।

thumbnail_Screenshot_20241116_220507_Gallery


বিজ্ঞাপন


শনিবার বেলা ১১টার দিকে জমির পরিমাপ করার জন্য উভয় পক্ষের লোকজন ও দুপক্ষের আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়। জমি পরিমাপ করার আগেই উভয় পক্ষের লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং ৩ জনকে আটক করা হয়। কামাল পাশার লোকজনের হাতে ভুক্তভোগী আবদুল মান্নানের স্বজন মোহাম্মদ উল্লাহ, জাহিন, হান্নান, জুয়েল, হাবিবুল্লাহ, নিরব ও রিয়াদ। এদের মধ্যে দুজনকে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

ভুক্তভোগী আবদুল মান্নান জানান, তার বাবা হাজি খোরশেদ আলমের মৃত্যুর পর তাদের সম্পত্তি জোরপূর্বক কামাল পাশা দখলের পায়তারা করে যাচ্ছে। তাদের জমিতে যাওয়ার চেষ্টা করলে কামাল পাশা মারধর করে। তাই নিরূপায় হয়ে সেনা ক্যাম্পে সু-বিচার পাওয়ার আশায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার জমির পরিমাপ করতে গেলে কামাল পাশার ছেলেরা ও তার অনুসারীরা তাদের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার 

অভিযুক্ত কামাল পাশা বলেন, আমি ভূমিদস্যুদের চেয়ে বড় ভূমিদস্যু। যারা অন্য মানুষের জমি জোরপূর্বক দখল করে, দেখা গেছে যাদের জমি তারা নিরীহ। তাই তাদের কাছ থেকে কম দামে জমি খরিদ করি। সেই জমিতে ভূমিহীন মানুষদের বসবাসের ঠিকানা করে দিই। এজন্য আমি ভূমিদস্যু। মানুষের উপকার করতে গিয়ে এ পর্যন্ত আমি ১৮টি মামলার আসামি হলাম। বর্তমানে সব মামলায় জামিনে আছি। যারা সত্যিকারের ভূমিদস্যু তারা এখন আমার অপপ্রচার করে বেড়াচ্ছে। আজকে আবদুল মান্নান ও তার লোকজন আমাদের ওপর হামলা করছে। আমার ছেলেসহ ৩ জনকে সেনাবাহিনী নিয়ে গেছে।

জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঢাকা মেইলকে জানান, কামাল পাশার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় সেই জামিনে আছে। সেই ভূমিদস্যু হিসেবে পরিচিত। আজকের মারামারি খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটকের বিষয় সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন