বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে ভোরে তাদের ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন - বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত চলছে।  

প্রসঙ্গত, ৮ নভেম্বর (শুক্রবার) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর