কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটি পাচারকালে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
রোববার (১৩ এপ্রিল) ভোররাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় ইনানী ও উখিয়া রেঞ্জ অফিস এ যৌথ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান।
তিনি জানান, পাহাড়ের মাটি পাচারকালে ডাম্পারটি ধাওয়া করলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডাম্পারটি রেখে পালিয়ে যান চালক। পরে সেখান থেকে ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, প্রকৃত পাহাড়খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তপূর্বক ১৯২৭ বন আইন অনুযায়ী মামলা দেওয়া হবে। এছাড়া বন ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নিয়েছিলেন ইনানী রেঞ্জ অফিসার ফিরোজ আল আমিন, উখিয়া সদর ও ভালুকিয়া বিট অফিসার আব্দুল মান্নান, দোছড়ি বিট অফিসার ইমদাদুল হাসান রনিসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ