শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘূর্ণিঝড় দানা: ক্ষতি মোকাবিলায় ৮২৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ৮২৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পটুয়াখালীতে ৮২৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এ সভা হয়।


বিজ্ঞাপন


Screenshot_20241023-135808~2

সভায় জানানো হয়, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া নগদ জিআর ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ জিআর চাল ৮০০ মেট্রিক টন, গোখাদ্য ৫ লাখ এবং শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা মজুত রয়েছে। এছাড়া এক হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাঁধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় দানা: সাতক্ষীরা উপকূলে বৃষ্টি শুরু, বেড়িবাঁধ নিয়ে শঙ্কা

পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮ হাজার ৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে।


বিজ্ঞাপন


জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেনসহ সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর