ঘূর্ণিঝড় দানার প্রভাব চট্টগ্রাম বন্দরে এখনও দেখা যায়নি, তবে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, যদিও আবহাওয়া মেঘাচ্ছন্ন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দানার প্রভাবে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে তেমন কোন প্রভাব পড়েনি। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় দানার প্রভাবে মোংলায় সকালে হালকা বাতাসসহ বৃষ্টি হয়েছে। আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে। এর ফলে মোংলা বন্দরে নিজস্ব অ্যালার্ট-১ জারি করা হয়েছে। এছাড়া ঝড় মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি জানান, ঝড় মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে প্রস্তুতি সভা হয়। সভায় বন্দরে অবস্থানরত সকল প্রকার বাণিজ্যিক জাহাজসহ বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্দরে অবস্থানরত আটটি জাহাজে সার, কয়লা ও ক্লিংকারসহ বেশ কয়েক প্রকার পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে দানা। ঘূর্ণিঝড়টি আরও তীব্র আকার ধারণ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে পুরী এবং সাগর দ্বীপের মধ্যবর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে।
এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএমডির তথ্য অনুসারে, ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোরের দিকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি


























