শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পায়রা সমুদ্র বন্দরে রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

পায়রা সমুদ্র বন্দরে রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’

ঘূর্ণিঝড় ‘দানা’ প্রবল শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। পায়রা সমুদ্র বন্দরের আরও কাছে এগিয়ে এসেছে। রাতের মধ্যে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সর্বশেষ তথ্যানুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানায়, আঘাত হানার সময় তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী হিসেবে দানার গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার থাকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালের মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে দানার। বাংলাদেশে ঘূর্ণিঝড়টির প্রভাব খুলনা ও উপকূলীয় অঞ্চলে বেশি থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী জেলা এবং উপকূলজুড়ে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি ও মাঝারি ধরনের হাওয়া বইছে। সাগর ও নদীতে বইছে জোয়ার। দূর্যোগ মোকাবিলায় সকল স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এ ছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার। বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালী জেলায় ঝড় হাওয়া-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা গেছে। আরও ২-৩ দিন বিরামহীন বৃষ্টি থাকার আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে ইতোমধ্যে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।


বিজ্ঞাপন


পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার জাহান ঢাকা মেইলকে জানান, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রাতের মধ্যে আঘাত হানতে পারে বলে ধারণা করা যাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার মাছ ধরার ট্রলার ও নৌকা উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর