শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘূর্ণিঝড় ‘দানা’মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় ‘দানা’মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’মোকাবেলায়  উপকূলীয় জেলা ঝালকাঠিতে ৮৮৫ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।


বিজ্ঞাপন


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, সিভিল সার্জন ডাক্তার এইচএম জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল এছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহুর্তে বিতরণের জন্য ৪০০ মেট্রিক টন চাল মজুদ আছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর