রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বোনের বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ সুলতানের

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ।

রোববার (৭ জুলাই) সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিস্কুট কিনে ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে বাসিন্দা।

তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মো. তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।


বিজ্ঞাপন


thumbnail_Bagerhat_Road_Accident_Photo-2

নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন, তার বেয়াই সুলতান খাঁন সকাল বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দু’টি ইজিবাইক একইদিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে সুলতান খাঁকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন