সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিস্কুট কিনে ফেরার পথে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দোকান থেকে বিস্কুট কিনে ফেরার পথে অটোরিকশা চাপায় নুসরাত জাহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নুসরাত গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার বাচ্চু মোল্লার মেয়ে।


বিজ্ঞাপন


শনিবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে বাড়ির পাশে একটি ছোট বাজার থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এ সময় অটোরিকশার চালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অজু করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছে। কারও কোনো অভিযোগ না থাকলে আমরা  ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর