মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফসলের খেতে মিলল নিখোঁজ দিনমজুরের মরদেহ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

ফসলের খেতে মিলল নিখোঁজ দিনমজুরের মরদেহ

নিখোঁজের দুই দিন পর ভুট্টা খেত থেকে আনন্দ ইসলাম (২৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া নতুন ঈদগাহ্ মাঠের পাশের একটি ভুট্টা খেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত আনন্দ ইসলাম শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। এর আগে শুক্রবার বিকেল থেকে আনন্দ ইসলাম নিখোঁজ ছিলেন।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার শেরপুর সদরের ডাকপাড়ার বাড়ি থেকে বেড়ানোর কথা বলে আনন্দ ইসলাম বাড়ি থেকে বের হন। তিনি মাঝে-মধ্যেই এভাবে বাড়ি থেকে ঘুরতে বের হতেন। তাই স্বজনরা খোঁজ-খবর নেননি। পরে আজ দুপুরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্বজনেরা আনন্দের মরদেহ শনাক্ত করেন।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এরই মধ্যে তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই মূল রহস্য উদঘাটনে সক্ষম হবো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর