রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানসিক ভারসাম্যহীনের দায়ের কোপে প্রাণ গেল আরেক মানসিক ভারসাম্যহীনের

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের ইসলামপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইসমাইল হোসেন ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল শেখের ছেলে মোস্তফা শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। আজ দুপুরের দিকে মোস্তফা শেখের বাড়িতে আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা শেখের হাতে থাকা পাট কাটার বগি (দা) দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ডিগ্রিচর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর মোস্তফা শেখকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা বলছেন তারা দু’জনই মানসিক ভারসাম্যহীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন