সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজদিখানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুরে ডুবে আলিফ শেখ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিশু আলিফ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিশুর স্বজনরা ও স্থানীয়রা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আলিফকে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুনঃ কলেজের পুকুরে ভাসছিল যুবকের লাশ

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া বলেন, বিষয়টি খুবই দু:খজনক এবং মর্মান্তিক।


বিজ্ঞাপন


সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে নিহত পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন