বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, তিন দিনব্যাপী লোকজ মেলা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

বর্ণিল নানা আনন্দ আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে চুয়াডাঙ্গাবাসী। বৈশাখের প্রথম প্রহর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় শহরের চাঁদমারি মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্টমোড় ঘুরে শহীদ হাসান চত্বর হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


1000018885

আনন্দ শোভাযাত্রায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ খন্দকার গোলাম মওলাসহ জাতি গোষ্ঠী, ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। এতে বাঙালির ঐতিহ্যবাহী নানা পটচিত্র, মোটিফ ও লোকজ সংস্কৃতির নানা উপকরণ শোভা পায়।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী মেলার আয়োজন

1000018886


বিজ্ঞাপন


একইসঙ্গে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা মুক্তমঞ্চে তিন দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়।

1000018887

এর আগে ৬টায় শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুকুল ফৌজের আয়োজনে সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং কবিতা আবৃতি শুরু হয়। এদিকে সকাল ১০টায় শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর