নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে ফাইজুল মিয়া (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ফাইজুল মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার হোসেন মোল্লার ছেলে। নিহিতের বাবা জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরে লাশটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়তো তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস