মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিমানবালার প্রথম ফ্লাইটে যাত্রী হলেন বাবা-মা, ভাইরাল ভিডিও

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বিমানে উঠছেন মা-বাবা। আর তাদের স্বাগত জানাচ্ছেন কন্যা, যিনি স্পাইসজেটের বিমানবালা। হৃদয়স্পর্শী এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওটি দর্শকদের মুগ্ধ করেছে। বিশ্বব্যাপী মানুষজনের আবেগকে আলোড়িত করেছে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়েছে @airhostess_jaatni নামক একটি পেজ থেকে। ওই বিমানবালার নাম অস্মিতা। তিনি তার নিজস্ব ইনস্টা অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি শেয়ার করেছিলেন। সেখান থেকে তা ছড়িয়ে পড়েছে অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে।


বিজ্ঞাপন


air hostessভিডিওটা শুরু হতেই দেখা যাচ্ছে, অস্মিতার মা-বাবা বিমানের আইল দিয়ে হাঁটছেন। প্রথম দেখায় আপনি বুঝতে পারবেন না যে, তারা ওই বিমানবালারই অভিভাবক। কিন্তু মেয়ে যেই না তার মা-বাবাকে উজ্জ্বল হাসির সঙ্গে উষ্ণতা অভ্যর্থনা জানান, টিকিট চেক করেন এবং তাদের বিমানের সামনের আসনে বসতে বলেন, তখনই দেখা যায় গর্বিত মা-বাবার হাস্যোজ্জ্বল মুখ। মেয়ের জন্য মা-বাবার গভীর গর্বের মুখ এবং আনন্দের অনুভূতি মুহূর্তে আলোকিত হতে থাকে। তাদের মুখ দেখে সে সময় মনে হয় যেন, ভিআইপি যাত্রী তারাই।

air hostessইনস্টা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিমানের ভিআইপি প্যাক্স! এ যেন এক আলাদা অনুভূতি।’ অস্মিতার বাবা-মায়ের কাছ থেকে এই ধরনের ভালবাসা এবং স্নেহের প্রদর্শন যেন নস্টালজিয়ার অনুভূতি জাগিয়ে তোলে। ভিডিওটা দেখেছেন এমন লাখ-লাখ মানুষের হৃদয় স্পর্শ করে গিয়েছে।

ভিডিওর ভিউ ১৪.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। হু হু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 
 
 
 
 

ভিডিওটি দেখার পরে এক দর্শক লিখছেন, ‘ছোট্ট ক্লিপটায় মেয়ে ও তার বাবা দুজনের মুখের মধ্যেই যেন চাপা একটা আনন্দ কাজ করে।’

air hostessআর একজন যোগ করলেন, ‘পিতামাতার ভালবাসা এবং স্নেহের অভিব্যক্তি সবসময় উচ্চস্বরে না-ও হতে পারে। তবে সন্তানদের জন্য সবসময় তাদের পথ খোলা, যে কোনও পরিস্থিতিতে তারা ঝাঁপিয়ে পড়েন।’

সূত্র: টিভি৯বাংলা

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub