বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফ্লাইট বাতিল হওয়ায় কাতারগামী বিমানের যাত্রীদের বিক্ষোভ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল হওয়ায় কাতারগামী যাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেছেন। পরে পরিস্থিতি শান্ত করতে বিমান কর্তৃপক্ষ তাদের হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে কাতারগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল হয়েছে। পরে যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, ফ্লাইট বাতিল হওয়ার পর শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল কাউন্টারের সামনে ৪০০ জন যাত্রী জড়ো হয়ে বিক্ষোভ করেন। কাউন্টার বন্ধ থাকায় তাদের ক্ষোভ প্রকাশ পায়। বিমান কর্তৃপক্ষ পরে তাদের হোটেলে নিয়ে যায়।

তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলামকে এ বিষয়ে মন্তব্যের জন্য বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, ফ্লাইটের নতুন সময় আগামীকাল রাত সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। ৪ ঘণ্টা পর যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ এই বিষয়ে মিডিয়ার কাছে কোনো মন্তব্য করেনি।


বিজ্ঞাপন


এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub