বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘থার্ড টার্মিনাল চালুর দিন থেকে বিশ্বমানের সেবা দেওয়া হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর দিন থেকে বিশ্বমানের সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

বুধবার (৫ মার্চ) বিকেলে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং ২০২৫ অনুষ্ঠানে তিনি একথা জানান।


বিজ্ঞাপন


বিমান চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালের অপারেশনকে কেন্দ্র করে পুরোপুরি প্রস্তুত হচ্ছে বিমান।চালুর দিন থেকে বিশ্বমানের সেবা দেওয়া হবে। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। আমরা করতে পারি করতে পারব। মেসেঞ্জারে সমস্যা হয় ইমিগ্রেশন নিয়ে। তাদের সমস্যা হয় কাস্টমস নিয়ে। বিমানের সমস্যা নিয়ে তো যাত্রীদের কোনো সমস্যা হয় না।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বর্তমান টার্মিনালে স্বল্প সক্ষমতার মধ্যেও বিমান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ভালো করেছে।

এসময় বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) শাহরিয়ার আহমেদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ৫৪ কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এর কমিশনিং করা হয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আরও বিভিন্ন ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট ক্রয়ের পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ ইলেক্ট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ক্রয়, জনবল নিয়োগ ও এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের উন্নতির মানদন্ড সমুন্নত রাখতে বিমান বদ্ধপরিকর।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর