সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

হোন্ডা নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

জাপানি হোন্ডা তাদের এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক ২০২৫ হোন্ডা সিআরএফ ৩০০ র‌ালি উন্মোচন করেছে। নতুন সংস্করণটি আগের তুলনায় আরও উন্নত সাসপেনশন ও কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড পেয়েছে।

নতুন আপডেটের ফলে বাইকটি অফ-রোড রাইডিংয়ের জন্য আরও উপযোগী করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের। আপাতত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে এবং পরবর্তীতে ইউরোপের বাজারেও নিয়ে আনা হবে। আবার পরবর্তীতে ভারতের বাজারেও পা রাখতে পারে বাইকটি।


বিজ্ঞাপন


নতুন হোন্ডা সিআরএফ ৩০০এল র‌ালিতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সাসপেনশনে। আগের মডেলে পেছনের অংশ সহজেই নিচে বসে যেত, যা নিয়ে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন। তাই, হোন্ডা এবার পেছনের স্প্রিং আরও শক্তিশালী করেছে এবং ড্যাম্পিং সিস্টেমের উন্নতি করেছে। এর ফলে বাইকটি আরও ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেবে এবং অফ-রোড রাইডিংয়ে ভালো স্থিতিশীলতা বজায় রাখবে। পেছনের সাসপেনশনের পাশাপাশি সামনের ফর্কেও নতুন ড্যাম্পিং সেটআপ যোগ করা হয়েছে। এছাড়াও, একটি নতুন বিয়ারিং ইনস্টল করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে।

honda-pic

তাপ নিয়ন্ত্রণের জন্য উন্নত কুলিং সিস্টেম

২০২৫ হোন্ডা সিআরএফ ৩০০ র‌ালিতে নতুন রেডিয়েটর ফ্যান ও গ্রিল সংযোজন করা হয়েছে। এই আপগ্রেডটি বিশেষত সিটি ট্র্যাফিকে বা উষ্ণ আবহাওয়ায় বাইক চালানোর সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইয়ামাহা এফজেড-এস এলো হাইব্রিড ইঞ্জিনে, বাড়বে মাইলেজ

ডিজাইনের প্রসঙ্গে বললে নতুন মডেলটিতে লাল ও নীল গ্রাফিক্স যোগ করা হয়েছে, যা হোন্ডার ডাকার রেস বাইকের ডিজাইন অনুপ্রাণিত। এটি বাইকটিকে আগের চেয়ে আরও স্পোর্টি ও আকর্ষণীয় লুক দিয়েছে।

bike

আরও পড়ুন: হিরোর অ্যাডভেঞ্চার বাইক কবে আসবে জানা গেল

যদিও ২০২৫ হোন্ডা সিআরএফ৩০০এল র‌্যালি বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছে, তবে ভারতেও এটি আসার সম্ভাবনা রয়েছে। গত বছর, হোন্ডা ভারতে সিআরএফ ৩০০ সিরিজের বাইকের জন্য একটি কাস্টমার ক্লিনিক আয়োজন করেছিল, যা ইঙ্গিত দেয় যে কোম্পানি ভারতে এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইকের বাজার ধরতে চায়।

বর্তমানে, রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এবং কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার-এর মতো জনপ্রিয় বাইকগুলির সঙ্গে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে হোন্ডা। এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে এবং হোন্ডা এই সেগমেন্টে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন