রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

হিরো স্প্লেন্ডর প্লাস আসছে অত্যাধুনিক ফিচারে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

হিরো মোটোকর্প শিগগিরই বাজারে আনছে জনপ্রিয় স্প্লেন্ডরের ২০২৫ এডিশন। যার মডেল ২০২৫ হিরো স্প্লেন্ডর প্লাস। সম্প্রতি বাইকটির নতুন ভার্সন ডিলারশিপ স্টকইয়ার্ডে দেখা গিয়েছে। যা ইঙ্গিত দেয় যে এটি বেশ কিছু আপডেট নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে  সবচেয়ে বেশি বিক্রিত মোটরসাইকেলের তালিকায় থাকা স্প্লেন্ডর এবার আরও উন্নত ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে।

হিরো স্প্লেন্ডর প্লাস-এর ২০২৫ মডেলে সবচেয়ে বড় আপডেট হচ্ছে ফ্রন্ট ডিস্ক ব্রেক। এটি সম্ভবত স্প্লেন্ডর প্লাস এক্সটেকে থাকা ডিস্ক ব্রেক ইউনিটের মতোই হতে পারে। ডিস্ক ব্রেক যুক্ত হওয়ার ফলে বাইকের ব্রেকিং পারফরম্যান্স আগের তুলনায় আরও ভালো হবে, যা নিরাপত্তার দিক থেকে এটি আরও কার্যকর করে তুলবে। তবে, পেছনের ব্রেক সিস্টেমে পরিবর্তন আসেনি, এটি এখনও ড্রাম ব্রেক সেটআপ-ই বহাল রেখেছে।


বিজ্ঞাপন


hero-2

শুধু ডিস্ক ব্রেকই নয়, বাইকটির নতুন সংস্করণে নয়া রঙের অপশন যুক্ত করা হয়েছে। যা একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। একটি সোর্স ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুইটি নতুন রঙের অপশন নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে একটি হলো সোয়াঙ্কি রেড (উজ্জ্বল লাল) রঙ, যা গোল্ডেন ডেকালসসহ আসবে, অন্যটি হল সুবিন্যস্ত ধূসর (গ্রে) শেড। এই নতুন রঙের অপশনগুলো বাইকটিকে আরও স্টাইলিশ এবং আকর্ষণীয় করে তুলবে।

hero-pic

ইঞ্জিনে আসছে নতুন ওবিডি-২বি সামঞ্জস্যতা


বিজ্ঞাপন


নতুন হিরো স্প্লেন্ডর প্লাসে ওবিডি-২বি নির্ধারিত নিয়ম মেনে ইঞ্জিন আপগ্রেড করা হতে পারে। তবে এই আপগ্রেডটি বাইকের পারফরম্যান্স বা ইঞ্জিন স্পেসিফিকেশনে বড় কোনও পরিবর্তন আনবে না।

আরও পড়ুন: মোটরসাইকেলে ক্রুজ কন্ট্রোল ফিচার

হিরো স্প্লেন্ডর প্লাসে ৯৭.২ সিসি, এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৭.৯১ বিএইচপি পাওয়ার ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটিতে চার-গতির (৪-স্পিড) গিয়ারবক্স রয়েছে, যা আগের মতোই অপরিবর্তিত থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন