জাপানি ইয়ামাহা বাজারে নতুন ২০২৫ এফজেড-এস এফআই হাইব্রিড আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। মোটরসাইকেলটির এক্স-শোরুম মূল্য ভারতে ১ লাখ ৪৪ হাজার ৮০০ রুপি। এটি এফজেডএস এফআই ফোরভি ডিলাক্স ভ্যারিয়েন্টের একটি আপগ্রেডেড সংস্করণ। এতে নতুন ইঞ্জিন, ডিজাইন ও প্রযুক্তির সংযোজন করা হয়েছে।
ইয়ামাহার নতুন বাইকটির নামের সঙ্গে ‘Hybrid’ শব্দটি যুক্ত হয়েছে। কারণ এতে স্মার্ট মোটর জেনারেটর (SMG) অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ব্যাটারি-সহায়তা যুক্ত অ্যাক্সেলারেশন প্রদান করে, যা বাইকের পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। এছাড়া, এটি ইঞ্জিনের স্টার্টিং সাউন্ডকে আরও নীরব করে তোলে।
বিজ্ঞাপন
বাইকটিতে স্টার্ট স্টপ সিস্টেম বা এসএসএস যোগ করা হয়েছে। এই ফিচারটি বাইকের ইঞ্জিন আইডল থাকা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয় এবং ক্লাচ দাবানোর সঙ্গে সঙ্গেই দ্রুত পুনরায় চালু হয়ে যায়। ফলে, জ্বালানি সাশ্রয় হবে।
আরও পড়ুন: হিরো স্প্লেন্ডর প্লাস আসছে অত্যাধুনিক ফিচারে
নতুন ডিজিটাল টিএফটি ডিসপ্লে এবং স্মার্টফোন কানেক্টিভিটি
এই নতুন ইয়ামাহ এফজেড-এস এআই হাইব্রিড মডেলে একটি ৪.২ ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে। ইয়ামাহা কানেক্ট অ্যাপের মাধ্যমে এটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। এই ডিসপ্লেতে গুগল ম্যাপসের টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম রয়েছে, যেখানে রিয়েল-টাইম দিকনির্দেশ, রাস্তার নাম ও ইন্টারসেকশন ডিটেইলস দেখতে পাওয়া যাবে। এই আপডেটটি রাইডারদের জন্য যাত্রাকে আরও সুবিধাজনক করে তুলবে।
বিজ্ঞাপন
ডিজাইনে পরিবর্তন
ইয়ামাহা শুধুমাত্র প্রযুক্তিগত আপগ্রেড নয়, রাইডিং আরাম বাড়ানোর জন্য কিছু ডিজাইন পরিবর্তনও এনেছে। নতুন মডেলে হ্যান্ডেলবার এবং সুইচগিয়ারের অবস্থান পরিবর্তন করা হয়েছে যাতে চালক আরও আরামদায়ক রাইডিং অনুভব করতে পারেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ এখন ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত, যা ফুয়েল ফিলিং সহজ করবে। এছাড়া, টার্ন ইন্ডিকেটরগুলি এখন বাইকের বডির মধ্যে সংযুক্ত করা হয়েছে। এগুলি ফক্স এয়ার ইনটেকের মধ্যে ইন্টিগ্রেটেড, যা বাইকের ডিজাইনে একটি আধুনিক ও প্রিমিয়াম লুক যোগ করেছে।
নতুন এফজেড-এস এফআই হাইব্রিড দুইটি রঙে উপলব্ধ থাকবে – রেসিং ব্লু এবং সিয়ান মেটালিক ব্লু। বর্তমানে, নতুন ২০২৫ ইয়ামাহা এফজেড-এস এফআই হাইব্রিড ভারতের প্রিমিয়াম ১৫০ সিসি নেকেড স্ট্রিটফাইটার সেগমেন্টে একটি আধুনিক অপশন হিসেবে এসেছে।
এজেড