রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

মাহিন্দ্রার জনপ্রিয় এই এসইউভি এলো বিশেষ সংস্করণে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মাহিন্দ্রা স্করপিও এন-এর কার্বন এডিশনের সাফল্যের পর এবার এক্সইউভি৭০০-এর পালা। মাহিন্দ্রা তাদের জনপ্রিয় এসইউভি-টির একটি নতুন কালো সংস্করণ, ‘এবনি এডিশন’, আনতে চলেছে। লঞ্চের আগে সামাজিক একটি টিজার প্রকাশ করে এই নতুন সংস্করণের ঝলক দিয়েছে সংস্থা। এই এডিশনে যান্ত্রিক পরিবর্তন না থাকলেও চেহারায় নতুনত্ব আনা হচ্ছে।

এক্সইউভি৭০০ এবনি এডিশনের বাইরের চেহারা পুরোপুরি কালো রঙে সজ্জিত হবে। নামের সঙ্গে মিল রেখে, এতে ক্রোম গ্রিলের পরিবর্তে কালো গ্রিল ব্যবহার করা হয়েছে, যা স্করপিও এন কার্বন এডিশনের মতো। এছাড়া, অ্যালয় হুইলগুলোও ১৮ ইঞ্চির কালো ইউনিট দিয়ে প্রতিস্থাপিত হবে। এই পরিবর্তনগুলো গাড়িটিকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলবে।


বিজ্ঞাপন


car

বাইরের মতোই ভেতরেও কালো রঙের ছোঁয়া লাগানো হচ্ছে। ড্যাশবোর্ড ও এসি ভেন্টে কালো উপাদান ব্যবহৃত হবে। আইভরি রঙের গৃহসজ্জার পরিবর্তে কালো অভ্যন্তরীণ সজ্জা দেওয়া হবে। তবে, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের সমন্বিত পর্দা অপরিবর্তিত থাকবে।

এই এবনি এডিশন এক্সইউভি৭০০-এর শীর্ষস্থানীয় ভ্যারিয়েন্টের ওপর ভিত্তি করে তৈরি হবে। ইঞ্জিনের ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। এতে ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে, যা ১৯৭ হর্সপাওয়ার ও ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া, ২.২ লিটার ডিজেল ইঞ্জিন দুইটি শক্তির বিকল্পে পাওয়া যাবে—একটি ১৮২ হর্সপাওয়ার ও ৪২০ এনএম টর্ক, অপরটি ১৫২ হর্সপাওয়ার ও ৩৭০ এনএম টর্ক।

আরও পড়ুন: টাটা অ্যালট্রোজের ফেসলিফট ভার্সন আনছে


বিজ্ঞাপন


মাহিন্দ্রার এই নতুন সংস্করণ গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। কালো রঙের এই আকর্ষণীয় ডিজাইন এসইউভি-টিকে আরও প্রিমিয়াম ও স্টাইলিশ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

এজেড
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর