প্রয়োজনে কিংবা শখে মোটরসাইকেল অনেকেই চালান। কিন্তু সঠিক নিয়ম অনেকেই মানেন না। ফলে প্রায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। এছাড়াও আইন ভঙ্গ করার কারণে জরিমানা গুণতে হচ্ছে।
মোটরসাইকেল চালানোর সময় এসব ভুল অনেকেই করেন-
বিজ্ঞাপন
মাদক সেবন করে বাইক চালানো
তরুণদের অনেকেই মাদক সেবন করে বাইক চালান। মদ্যপান করে গাড়ি কিংবা বাইক চালানো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু তা-ই নয়, এভাবে গাড়ি চালালে আশপাশে চলা গাড়ি কিংবা বাইকের আরোহীরাও বিপদে পড়তে পারেন।
হেলমেট ছাড়া বাইক চালানো
বিজ্ঞাপন
বাইক অথবা স্কুটার – যা-ই চালান না কেন, হেলমেট পরা কিন্তু আবশ্যক। সেটা অবশ্যই নিজের সুরক্ষার জন্য।
আরও পড়ুন: ইয়ামাহা এফজেড-এস এলো হাইব্রিড ইঞ্জিনে, বাড়বে মাইলেজ
ট্র্যাফিক আইন লঙ্ঘন
মোটরবাইক চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। যেমন – দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। সেই সঙ্গে ট্রাফিক সিগন্যাল অমান্য করা কিংবা ভুল দিক দিয়ে গাড়ি চালানো চলবে না।
একটি বাইকে দুইয়ের বেশি আরোহী
অনেকেই আছেন দুই থেকে তিন জন আরোহী নিয়ে বাইক চালান। যা একই সঙ্গে বিপদজনক এবং শাস্তিযোগ্য অপরাধও বটে।
বাইক বা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নয়
অনেকেই বাইক চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলেন, এমনকী মেসেজও করেন। এর ফলে অন্যমনস্ক হয়ে পড়তে পারেন চালক। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা থেকে যায়।
এজেড