সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রাকের চাপায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারী সদরে নাহিদ ইসলাম (২৩) নামে এক যুবক ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে হরিবল্লভ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

নাহিদ ইসলাম (২৩) নীলফামারী সদরের সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি গাড়িকে ওভারটেক করার সময় অজ্ঞাতনামা এক ট্রাকের চাপায় পড়ে গুরুতর আহত হন নাহিদ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর