এপ্রিলিয়া ইন্ডিয়া তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক আরএস ৪৫৭-এর ওপর নতুন ছাড়ের ঘোষণা করেছে। বিশেষ করে যারা কুইক শিফটার অ্যাক্সেসরিজসহ বাইকটি কিনতে চান, তাদের জন্য বেশ লাভজনক হতে পারে।
এপ্রিলিয়া আরএস ৪৫৭ মডেলের বাইকে রয়েছে ৪৫৭ সিসির প্যারালাল-টুইন, লিকুইড কুলড ইঞ্জিন যা ৯৪০০ আরপিএমে ৪৬.৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএমে ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটির সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ। গ্রাহকরা চাইলে কুইক শিফটার আলাদা অ্যাক্সেসরির হিসেবে কিনতে পারেন, যা আরও মসৃণ গিয়ার শিফটিং নিশ্চিত করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোটরসাইকেল চালানোর সময় এই ভুলগুলো অনেকেই করেন
আধুনিক স্পেসিফিকেশন ও ফিচার
এপ্রিলিয়া আরএস ৪৫৭ মডেলে টুইন-স্পার অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহৃত হয়েছে, যা বাইকটিকে আরও হালকা ও স্থিতিশীল করে। সাসপেনশনের জন্য সামনে আপসাইড-ডাউন (ইউএসডি) ফর্ক এবং পেছনে মনোশক দেওয়া হয়েছে। ব্রেকিং সুরক্ষার জন্য সামনের ও পেছনের চাকার জন্য ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক রয়েছে, যা চাকার স্কিডিং প্রতিরোধ করে এবং সুরক্ষিত রাইডিং নিশ্চিত করে।
বিজ্ঞাপন
বাইকটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ৫-ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে রয়েছে, যা রাইডারকে প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করে। রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি, তিন স্তরের ট্রাকশন কন্ট্রোল এবং তিনটি রাইডিং মোড বাইকটিকে আরও আধুনিক ও নিরাপদ করে তুলেছে। এছাড়াও, পুরো এলইডি লাইটিং সিস্টেম রয়েছে, যা বাইকটিকে আরও প্রিমিয়াম লুক প্রদান করে।
এজেড