মোটরসাইকেল বা বাইক চেনেন সবাই। চড়েনও। কিন্তু এর বাংলা অর্থ জানেন না বেশিরভাগ মানুষ। বাইক বা Bike একটি ইংরেজি শব্দ। এই শব্দটি বাংলা ভাষায় এমন জনপ্রিয়তা পেয়েছে যে কেউই এর বাংলা অর্থ খোঁজেন না।
বাইকের সঙ্গে আমরা সকলেই পরিচিত। দুই চাকা বিশিষ্ট এই গাড়ি খুবই জনপ্রিয়। বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের বাইক বানিয়ে থাকে।
বিজ্ঞাপন
বাইক শব্দটি উৎপত্তি ইউরোপ থেকে। সাধারণত, সাইকেল আবিষ্কারের পরেই বাইকের আর্বিভাব।
বাই-সাইকেল নামেই সেই সময়ে এটি পরিচিত ছিল। এই শব্দটি থেকে ইংজেজিতে বাইক শব্দ লোকমুখে চালু হয়েছিল।
সাইকেলের সঙ্গে মোটর যুক্ত করার ফলে, মোটর-বাইক শব্দটি প্রথমে চালু ছিল। পরে সেখান থেকে বাইক শব্দ বেশি জনপ্রিয়তা পায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রেলওয়ে প্ল্যাটফর্মে হলুদ লাইন আঁকা থাকে কেন?
আক্ষরিক অর্থে কবে থেকে বাইক শব্দের উৎপত্তি হয়েছে, সেটা জানা যায়নি। তবে বেশ কিছু জার্নালে দাবি করা হয়েছে, ১৮৮০ সালে সম্ভবত বাইক শব্দের উৎপত্তি হয়েছে।
আবিষ্কারের পর থেকে বাইক শব্দটির সঙ্গেই আমরা বেশি পরিচিত হয়েছি। তাই এই শব্দের বাংলা অর্থ সেভাবে ব্যবহার করা হয়নি। কিন্তু বেশ কিছু লেখনীতে বাইকের বাংলা শব্দের ব্যবহার দেখা যায়। তবে লোকমুখে সেটি খুব বেশি চালিত শব্দ নয়।
আরও পড়ুন: হেলমেটের বাংলা অর্থ জানেন না বেশিরভাগ মানুষ
বাইকের আরেক নাম মোটরসাইকেল। আমরা এই শব্দ হয়তো আগে শুনেছি। কিন্তু এই শব্দ খুব একটা ব্যবহার করা হয় না।
তাই বাইক শব্দটি আমাদের দেশ বেশি প্রচলিত হয়েছে। বাইক ইংরেজি শব্দ হলেও বর্তমানে এই শব্দটিই বেশি ব্যবহার করা হয়।
এজেড