শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Helmet meaning in Bengali

হেলমেটের বাংলা অর্থ জানেন না বেশিরভাগ মানুষ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

Helmet meaning in Bengali

মোটরসাইকেল, স্কুটার চালানোর জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। শুধু আইনরক্ষায় বাইকার্সরা হেলমেট পরেন না। দুর্ঘটনা ঘটলে জীবনও রক্ষা করে। হেলমেট নামটি খুবই পরিচিত। যারা বাইক চালান না তারাও এটাকে চেনেন। এমনকি শিশুরাও হেলমেটের নাম শুনেছে। হেলমেট জনপ্রিয় হলেও এটি একটি ইংরেজি শব্দ। এর অর্থ জানা নেই বেশিরভাগ মানুষের কাছেই। 

আরও পড়ুন: রেলওয়ে প্ল্যাটফর্মে হলুদ লাইন আঁকা থাকে কেন?


বিজ্ঞাপন


আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আসলে বাংলা নয়। ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।

helmate_pic

সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল থাকে। কারণ অজানাকে জানবার ইচ্ছে, দেশের বা পৃথিবীর আশ্চর্য বিষয়গুলো জানতে সকলেরই ভালো লাগে। এতে জ্ঞানেরও বৃদ্ধি হয়।

আরও পড়ুন: ট্রেনের শেষ বগিতে 'X' চিহ্ন থাকে কেন?


বিজ্ঞাপন


এছাড়াও আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি, সাধারণ জ্ঞান হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।  

heal

এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, হেলমেট তো আমরা সবাই চিনি, কিন্তু এর বাংলা অর্থ কী?

আরও পড়ুন: ট্রাকের পেছনে কেন লেখা থাকে 'Horn Ok Please’

বাইক-স্কুটি চালানোর সময় নিরাপত্তার স্বার্থে হেলমেট পরা বর্তমানে বাধ্যতামূলক। হেলমেট না পরে গাড়ি চালানো আইনত অপরাধ। কিন্তু আমরা হেলমেট বললেও তা আদলে বাংলা শব্দ নয়।

main_helamte

হেলমেট শব্দের বাংলা বলতে গিয়ে হিমশিম খেয়েছেন অনেকেই। এবার আসা যাক উত্তরে। হেলমেট  শব্দের ভালো বাংলা হল শিরস্ত্রাণ। এছাড়া একে মাথার বর্মও বলা হয়ে থাকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর