বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

সবচেয়ে কম দামে ইলেকট্রিক স্কুটার কিনুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

সবচেয়ে কম দামে ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে টিভিএস। স্কুটারটির মডেল আইকিউব। এটি পাওয়া যাচ্ছে ২.২ কিলোওয়াট ভ্যারিয়েন্টে। যার দাম ভারতে ৯৫ হাজার রুপি। বছর শেষের ছাড় হিসেবে এটি এখন কিনতে পারবেন মাত্র ৮৫ হাজার রুপিতে। 

টিভিএস আইকিউব দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটিতে রয়েছে ২.২ কিলোওয়াট ব্যাটারি প্যাকের। অন্যটি ৩.৪ কিলোওয়াট আওয়ারের। যা চার্জ দিতে সময় নেয় ২ ঘণ্টা ৪৫ মিনিট। 


বিজ্ঞাপন


tvs-pic

সম্পূর্ণ চার্জে এই ব্যাটারি প্যাক প্রায় ৭৫ কিমি (দাবিকৃত) রেঞ্জ প্রদান করে। স্কুটারটির মোটর ৪.৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। যা ১৪০ এনএম পর্যন্ত পিক টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি (টপ স্পিড) ৭৫ কিমি প্রতি ঘণ্টা বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: হোন্ডার কম দামের এই স্কুটার এলো নতুন ফিচারে

২.২ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্টের ফিচারের মধ্যে রয়েছে পাঁচ ইঞ্চির রঙিন টিএফটি স্ক্রিন, সামনের ডিস্ক ব্রেক এবং ৩০ লিটারের আন্ডার-সিট স্টোরেজ। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভেহিকল ক্র্যাশ এবং টো অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, পার্ক অ্যাসিস্ট, ইউএসবি চার্জিং পোর্ট, রিমোট চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য কানেক্টেড ফিচার। 


বিজ্ঞাপন


tvs2

ওয়ালনাট ব্রাউন এবং পার্ল হোয়াইট কালারে টিভিএসের ইলেকট্রিক স্কুটারটি কেনা যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর