বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, হাসিনা মোদির আশ্রয়ে থেকে ড. ইউনুস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না।
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট ‘সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ড. ইউনুস সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।
তিনি আরও বলেন, অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ।
বাংলাদেশ প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএসল/এফএ