চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছিল ভারত। শিরোপাজয়ী দলের জন্য ৫৮ কোটি ভারতীয় রুপি বোনাস পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি ৬৯ লাখ টাকা।
বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি জানান, ‘পরপর দুটি আইসিসি শিরোপা জেতা বিশেষ এবং এই পুরস্কারটি বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়ার নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। এই নগদ পুরস্কার পর্দার আড়ালে থাকা সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ জয়ের পর ২০২৫ সালে আমাদের দ্বিতীয় আইসিসি শিরোপা এটি। এটি আমাদের দেশে শক্তিশালী ক্রিকেট ব্যবস্থাকে তুলে ধরে।’
বিজ্ঞাপন
আইসিসি ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের জন্য ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি টাকা পুরস্কার দিয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়া হবে।
সবমিলিয়ে আসরে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়া হচ্ছে, যা ২০১৭ আসরের থেকে ৫৩ শতাংশ বেশি। রানার্সআপ দল কিউইরা পাচ্ছে ১.১২ মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটির বেশি। সেমিফাইনালে হারা সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা করে।