সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

টিপস

স্মার্টফোন নষ্ট হচ্ছে আপনার এই ৫ বদঅভ্যাসে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

আপনার স্মার্টফোন নষ্ট হওয়ার পেছনে আপনিও অনেকটাই দায়ী। আপনার কিছু ছোট ছোট বদঅভ্যাস কমিয়ে দিতে পারে আপনার স্মার্টফোনের আয়ু? জানুন এই ভুলগুলো আপনিও করছেন কিনা?

আরও পড়ুন: ফোনে নেটওয়ার্ক না পেলে কী করবেন?


বিজ্ঞাপন


৫টি খারাপ অভ্যাস যা ফোনের জন্য বিপজ্জনক

১. ফোন রাতারাতি চার্জ করা: অনেকে তাদের ফোন রাতারাতি চার্জে রেখে দেন। এতে ব্যাটারি ভরবে বলে মনে করেন তারা। কিন্তু তা করা আপনার ফোনের জন্য ভুল হতে পারে। যখন ব্যাটারি পূর্ণ হয়ে যায় এবং আপনি এটি চার্জ করা ছেড়ে দেন, তখন অতিরিক্ত চার্জ হওয়ার সমস্যা হতে পারে। এর ফলে ব্যাটারির ক্ষমতা কমে যেতে পারে এবং ফোন দ্রুত ডিসচার্জ হতে শুরু করে।

phn

২. সস্তা তারের ব্যবহার: প্রায়ই মানুষ আসল চার্জারের পরিবর্তে সস্তা চার্জার এবং তার ব্যবহার করে। এই চার্জার এবং তারগুলো আপনার ফোনের ক্ষতি করতে পারে। তারা আপনার ফোন সঠিকভাবে চার্জ করতে সক্ষম নয় এবং এটি ব্যাটারি এবং ফোন উভয়েরই ক্ষতি করতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অটো কল রিসিভ করার উপায় জানুন

৩. পানি নিচে সেলফি তোলা: আপনি যদি সমুদ্র বা সুইমিং পুলে সেলফি তুলতে পছন্দ করেন, তাহলে সাবধান হন। আপনার ফোন পানিতে ডুবিয়ে রাখা আপনার ফোনের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। পানি প্রবেশ করার কারণে ফোনটি নষ্ট হয়ে যেতে পারে এবং এর স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে। ফোনটি পানি প্রতিরোধী হলেও লবণাক্ত সমুদ্রের পানিতে ফোনের ক্ষতি করতে পারে।

phne

৪. সময়মতো ফোন চার্জ না করা: ফোনটিকে পুরোপুরি ডিসচার্জ হতে দেওয়াও আপনার ফোনের জন্য ক্ষতিকর। ব্যাটারি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেলে, এটি ফোনের জন্য অনেক ঝামেলা তৈরি করে। এটি ব্যাটারির আয়ু কমাতে পারে। অতএব, ব্যাটারি শূন্যে পৌঁছানোর আগেই ফোনটি চার্জিংয়ে রাখা উচিত।

আরও পড়ুন: আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৫. সস্তা ফোন কেস এবং টেম্পারড গ্লাস ব্যবহার করা: প্রায়শই লোকেরা তাদের ফোনকে স্ক্র্যাচ থেকে রক্ষা করতে সস্তা ফোন কেস এবং টেম্পারড গ্লাস ব্যবহার করে। কিন্তু এই সস্তা পণ্যগুলো আপনার ফোনের ক্ষতি করতে পারে। কিছু সস্তা টেম্পারড গ্লাস ইউভি বাঁকা হয়, যা আপনার ফোনের স্ক্রিনের ক্ষতি করতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub