শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

টিপস 

অটো কল রিসিভ করার উপায় জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম

শেয়ার করুন:

auto call receive

অনবরত বেজেই চলেছে আপনার স্মার্টফোন। কিন্তু ফোন রিসিভ করতে আপনার ইচ্ছা করছে না। এমন কেউ ফোন করল, যার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই, কিন্তু ফোন কেটে দেওয়াও যাচ্ছে না। এরকম তো প্রায়ই হয়। নিমরাজি হয়ে ফোন ধরতেও হয়। তবে আর চিন্তা নেই। এরকম পরিস্থিতিতে ফোন না ধরলেও চলবে। আপনার হয়ে উত্তর দেবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স।

জানা গিয়েছে, খুব শিগগিরই এমন ফিচার নিয়ে আসছে গুগল পিক্সেল ফোন। এর নাম ‘এআই রিপ্লাইজ’। উন্নত ভাষা মডেলের মাধ্যমে আপনার হয়ে কলারের সঙ্গে কথা বলবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। ভাবতেই কেমন লাগছে, তাই না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: টেসলার স্মার্টফোন: গুজব না সত্যি?

‘৯ টু ৫ গুগল’ জানিয়েছে, নতুন এআই রিপ্লাইজ ফিচারের মাধ্যমে কল স্ক্রিনের কার্যকারিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে গুগল।

auto_call

গুগল ফোন অ্যাপের লেটেস্ট বিটা ভার্সন থেকেও এই ইঙ্গিত মিলেছে। অনুমান করা হচ্ছে, গুগল এমন এআই চালিত প্রতিক্রিয়া নিয়ে কাজ করছে যা বুদ্ধিদীপ্তভাবে কলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এখন প্রশ্ন হল, এআই রিপ্লাইজ কীভাবে কাজ করবে। ধরে নেওয়া যাক, কেউ ফোন করল, আর ফোন সেটা স্ক্রিন করল, তাহলেই ও প্রান্ত থেকে যে কথা বলছে, তার বক্তব্যের উপর ভিত্তি করে উত্তর তৈরি করবে এআই।


বিজ্ঞাপন


এআই-কে আগে থেকে কিছু শিখিয়ে রাখা হবে না। অন্য ভাবে বললে, উত্তরের কোনও তালিকা থাকবে না, যেখান থেকে এআই নির্দিষ্ট কোনও বেছে নেবে। সে কলারের বক্তব্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া তৈরি করবে, যাতে গোটা বিষয়টা স্বাভাবিক লাগে, মানুষের উত্তরের মতো শোনায়। জানা গিয়েছে, এর জন্য জেমিনি ন্যানো মডেল ব্যবহার করছে গুগল। বর্তমানে কল স্ক্রিনে উত্তরগুলো অনেকাংশেই যান্ত্রিক। যেমন ‘পরে ফোন করুন’ বা ‘আর কিছু বলবেন’- এর মধ্যেই সীমাবদ্ধ। এআই রিপ্লাইজ আরও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।

পিক্সেল ফোনে ইতিমধ্যেই কল স্ক্রিন নামে একটি ফিচার রয়েছে। গ্রাহককে ইনকামিং কল পরিচালনা করতে সাহায্য করে। এই ফিচারটি কয়েক বছর আগে চালু হয়েছিল। এর সাহায্যে গ্রাহক অজানা নম্বর বা অবাঞ্ছিত কলারদের কল স্ক্রিন করতে পারেন। এটা মূলত কলারকে জিজ্ঞেস করে, কেন তাঁরা কল করেছেন। তার উত্তর টেক্সট হিসাবে স্ক্রিনে ফুটে ওঠে। গ্রাহক সিদ্ধান্ত নিতে পারেন, তিনি সেই ফোন রিসিভ করবেন কি না। এবার আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে গুগল। তবে এই ফিচার কবে চালু হবে, তা এখনও জানা যায়নি।

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর