শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে দু’গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী নিহত, আহত ২০

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৩৮) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষকের লোকজনের বিরুদ্ধে। এঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ২০জন।

সোমবার (৭এপ্রিল) সন্ধ্যা রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


এর আগে, রায়পুর উপজেলার উত্তর চরবংশি ইউনিয়নের মালেক খাঁন ব্রাজী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সাইজ উদ্দিন দেওয়ান ওই ইউনিয়নের (২নং ওয়ার্ড) চর ঘাসিয়া গ্রামের দেওয়ান বাড়ির মৃত নুরু দেওয়ানের ছোট ছেলে। সেই স্পেন প্রবাসী। দুইদিন পর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে স্পেন যাওয়ার কথা ছিল তার। হামলাকারীদের ভয়ে পুরো এলাকা থমথমে বিরাজ করছে। কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

জানা গেছে, সাবেক চরবংশি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের সঙ্গে রায়পুর উপজেলা কৃষিকদলের সদস্য সচিব শামীম গাজীর সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। (আজ) সোমবার দুপুরে স্থানীয় মালেক খাঁন ব্রিজ এলাকায় ফারুক কবিরাজ তার ভাই মেহদী কবিরাজ সংবদ্ধ লোকজন নিয়ে অবস্থান নেয়। এরপর কৃষকদল নেতা শামীম গাজীর লোকজনের সঙ্গে ফারুক কবিরাজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত স্পেন সাইজ উদ্দিন দেওয়ান শামীমের পক্ষে সংঘর্ষে যোগ দেয়। পূর্ব থেকে সাইজ উদ্দিন দেওয়ানের সঙ্গে ফারুক কবিরাজদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। ওই সূত্র থেকে ফারুক কবিরাজ স্পেন প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় সাইজ উদ্দিন দেওয়ানকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়। বর্তমান ওই এলাকায় থমথমে পরিবেশ। সেনাবাহিনী,পুলিশ টহলে রয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ক্যামেরার সামনে বক্তব্যে দিতে রাজি হননি।

তবে রায়পুর থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) জামেরুল রহমান বলেন, দুই পক্ষের লোকজনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। জড়িতদের চিহ্নিত করে ধরতে পুলিশ মাঠে রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন