পাকিস্তানের ব্যর্থতার পালা শেষ হচ্ছে না কোনোভাবেই। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ম্যান ইন গ্রিনরা গিয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর মোহাম্মদ রিজওয়ানের দল এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। তবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারীদের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর আজ হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। আগে ব্যাত করতে নেমে মিচেল হের ৯৯ ও মোহাম্মদ আব্বাসের ৪১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের টপ অর্ডারের প্রথম ৫ ব্যাটারের কেউই আজ দুই অঙ্ক ছুঁতে পারেননি, এ ৫ জন মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন কেবল ১৯ রান। তবে শেষদিকে ফাহিম আশরাফের ৭৩ এবং নাসিম শাহর ৫১ রানের ইনিংসের সুবাদে লজ্জা এড়াতে পেরেছে ম্যান ইন গ্রিনরা, অল আউট হওয়ার আগে ৪১.২ ওভারে করতে পেরেছে ২০৮ রান। ৮৪ রানের হারে ১ ম্যাচ বাকি থাকতে রিজওয়ানদের সিরিজ হারও নিশ্চিত হয়েছে।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান আজ শুরু থেকেই উইকেট হারিয়েছে। দুই ওপেনারের পর বাবর আজম, রিজওয়ানও হাল ধরতে পারেননি। সালমান আগা, তৈয়ব তাহিররাও ব্যর্থ হয়েছেন। তবে হাল ধরেছিলেন ফাহিম, তিনি খেলেছেন ৮০ বলে ৭৩ রানের ইনিংস।
ফাহিমকে সঙ্গে দিয়েছেন নাসিম শাহ। তিনি করেছেন ৪৪ বলে ৫১ রান। তবে পাকিস্তানকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি এ দুজন। নাসিম ৫১ রান করে আউট হলেই ২০৮ রানে থামে পাকিস্তান।
এর আগে ব্যাত করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও টপ অর্ডার ব্যাটাররা ক্রিজে থিতু হতে পারেননি। তবে আব্বাসের ৪১ রানের পর হের ৯৯ রানের ইনিংসের ২৯২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।