শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও যুগপূর্তি

আবুল কালাম ফয়সাল, কাতার থেকে
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img
ঈদ আনন্দ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের প্রতিষ্ঠার এক যুগ পূর্তি (১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ) ঈদ আনন্দ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে কাতারের রাজধানী দোহার সুলতান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এক যুগ পূর্তি  অনুষ্ঠানে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সদস্যরা।

সংস্থার সভাপতি  মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র  কোরআান থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মুনচুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী।


বিজ্ঞাপন


এসময় ঈদ আনন্দ আড্ডায় আলোচনায় নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষায় প্রবাসীদের ঈদের অনুভূতি প্রকাশ করেন সংস্থার উপস্থিত সদস্যরা।

এতে অংশ নেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, নাসির উদ্দীন তালুকদার, আব্দুর রাজ্জাক, খোকন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান ইউসুফ, হোসেন আহমেদ, জি আর চৌধুরী এনাম, রুমানা শারমিন রুম্পা, দফতর ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু হানিফ, ত্রাণ ও দর্যোগ পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, পাঠাগার সম্পাদক ইমাম হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নাঈম শেখ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, উপ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা নীলা ইসলাম, উপ কৃষি-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজীব মিয়া, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ কামান হোসেন, মোহাম্মদ বুকুল, মোহাম্মদ রবিউল আলম, বাবুল হোসেন বেলায়েত, রানা চৌধুরী, মিসেস হালিমা সুলতানা ও মোহাম্মদ সোহাগ জোয়ার্দার প্রমুখ।

নাত পরিবেশন করেন মোহাম্মদ আরমান ইসলামি সংগীত পরিবেশন কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম বুলবুল।

শেষে নৈশভোজ এবং বাঙালি ঐতিহ্যবাহী মিষ্টি সেমাই সম্মিলিত ভোজনোৎসবের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর