লা লিগায় গতকাল জিরোনার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে এ ম্যাচে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে জিরোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। বড় এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের স্থান মজবুত করেছে কাতালানরা।
জিরোনার বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। তবে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। প্রথম ৪০ মিনিটে ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখলেও কিছুতেই ডেডলক ভাঙছিল না। অবশেষে ডেডলক ভাঙে জিরোনার আত্মঘাতী গোলে।
বিজ্ঞাপন
৪২তম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে লামিনে ইয়ামাল ফ্রি কিক নিয়েছিলেন যা লাদিচলাভ ক্রেইচির শরীরে জালে জড়ায়। এই গোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফেরার পরই সমতা ফেরায় জিরোনা।
তবে এক গোল হজম করলেও এরপরে বাকি সময় আধিপত্য করে খেলেছে বার্সেলোনা। ম্যাচের ৬১ ও ৭৭ মিনিটে দুইটি গোল করেন লেভানডফস্কি। স্কোরলাইন ৩-১ হওয়ার পর বার্সেলোনার হয়ে শেষ গোলটি ৮৬ মিনিটে করেন ফেরান তোরেস। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।