শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিজ বাড়িতে আগুন দিল নেশাগ্রস্ত ব্যক্তি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:১১ এএম

শেয়ার করুন:

loading/img

স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে নেশাগ্রস্ত এক ব্যক্তি

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, নেতাকর্মীদের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।  এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর