শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আমাদের জেতা উচিত ছিল’, ভারতের বিপক্ষে ড্রয়ের পর হামজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

হামজা চৌধুরিকে নিয়ে বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকরা কেনো এতো উত্তেজিত তারই প্রমাণ পাওয়া গিয়েছে গতকাল। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজার।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন হামজা। প্রতিপক্ষের ফুটবলারদের ট্যাকল করে যেমন গোল করার সুযোগ দেননি তেমনি নিজের সতীর্থদের গোল করতে দারুণ সাহায্য করেছেন।


বিজ্ঞাপন


তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি একের পর এক সুযোগ হারানোয়। এসব নিয়ে ম্যাচ শেষে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন হামজা।

জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল জানিয়ে হামজা বলেন, ‘আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত জানিয়ে হামজা বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এতে আমি গর্বিত। তবে এক ড্রতেই শেষ নয়। আমরা অনেক দূর যেতে চাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub