রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রোজা রেখেই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন ইয়ামাল, রয়েছে বিশেষ ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস রমজানে পেশাদার ক্রীড়াবিদদের পারফরম্যান্স নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বেশিরভাগ খেলাতেই দেখা যায় মুসলিম ক্রীড়াবিদরা চেষ্টা করেন রোজা রেখেই নিজেদের কাজ চালিয়ে যেতে। বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল এই বছর প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে মুসলিমদের জন্য মহাপবিত্র রমজান মাসের রোজা পালন করছেন।

তবে অন্য ফুটবল দলের অনেক ফুটবলার যেমন ম্যাচের দিনেও রোজা রাখেন তিনিও কি তাই করবেন? স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী, ধর্মীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ইয়ামাল ম্যাচের দিন রোজা থেকে অব্যাহতি পেয়েছেন।


বিজ্ঞাপন


আজ বাংলাদেশ সময় রাত ১১ টা ৪৫ মিনিটে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সা। স্প্যানিশ সময়ে সেটা হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। আর স্পেনে আজ ইফতারে সময় সন্ধ্যা ৭.২০ মিনিটে। অর্থাৎ, ইয়ামাল রোজা থাকলে তার প্রথমার্ধের অনেক অংশই রোজা রেখেই খেলতে হবে। যদিও স্প্যানিশ এই ফুটবলার রোজা রেখে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। 

ফলে পারফরম্যান্সের ভারসাম্য রক্ষা করতে পারবেন এই তরুণ প্রতিভা। গণমাধ্যমের সূত্রে জানা যায়, রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনো প্রকার বিধি-নিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে এই স্প্যানিশ সেনসেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইয়ামালের মতো অনেক ফুটবলারই ম্যাচের দিনে রোজা রাখা থেকে বিরত থাকেন, যাতে তারা শারীরিকভাবে সেরা অবস্থানে থাকতে পারেন। অতীতেও কেসিয়ের ও দেম্বেলের মতো খেলোয়াড়রা একই নিয়ম অনুসরণ করেছেন। বার্সার কোচিং স্টাফও এতে স্বস্তিতে, কারণ ইয়ামাল তার বয়সের তুলনায় অসাধারণ পেশাদারিত্ব দেখাচ্ছেন।

১৭ বছর বয়সেই পেশাদার ফুটবলের বড় মঞ্চে পারফর্ম করছেন ইয়ামাল। রোজা রেখেও নিজের পারফরম্যান্স ধরে রাখা তার জন্য নতুন চ্যালেঞ্জ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub