শনিবার, ১৮ মে, ২০২৪, ঢাকা

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

সুরা হাশর পবিত্র কোরআনের ৫৯ নম্বর সুরা। আয়াত সংখ্যা ২৪। এই সুরার শেষ তিন আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। হজরত মাকাল বিন ইয়াসার (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন—

“যে ব্যক্তি সকালে তিনবার আউজু বিল্লাহিস সামিইল আলিম মিনাশশাইত্বানির রাজিমসহ সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা সে ব্যক্তির জন্যে ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করবেন; যারা ওই ব্যক্তির জন্যে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এ সময়ের মধ্যে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহিদি মৃত্যু লাভ করবে। আর যে এটি সন্ধ্যার সময় পড়বে অতঃপর ওই রাতে মারা যায়, তবে তারও একই মর্যাদা রয়েছে।’(সুনানে তিরমিজি: ৩০৯০; আবু দাউদ: ২৯২২; মুসনাদ আহমদ: ১৯৭৯৫; কানজুল উম্মাল: ৩৫৯৭)

সুরা হাশরের শেষ তিন আয়াত নিম্নরূপ

২২) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

২৩) هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ

২৪) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ [الحشر


বিজ্ঞাপন


উচ্চারণ:

২২) হুআল্লা’হুল্লাজী লা ইলাহা ইল্লাহূ। আ’লিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম।

২৩) হুআল্লা’হুল্লাজী লা ইলা’হা ইল্লা’হূ। আল-মালিকুল কুদ্দূসুস সালামুল মু’মিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহা’নাল্লা’হি আম্মা ইউশরিকুন।

২৪) হুআল্লা’হুল খা’লিকুল বা’রিয়ুল মুসাওয়্যিরু লাহুল আসমা’উল হুসনা। ইউসাব্বিহু লাহূ মা ফিসসামা’ওয়াতি ওয়াল আরদ্, ওয়াহুয়াল আযীযুল হাকীম।

অর্থ:

২২) ‘তিনিই আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা।’

২৩) ‘তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা' আলা তা থেকে পবিত্র।’

২৪) ‘তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামগুলো তারই। নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এ ফজিলতপূর্ণ আমলটি সুন্নাহ মোতাবেক করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর