ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এবারের হজে শিশুদের নেওয়া যাবে না। তবে নির্দিষ্ট কত বছরের শিশু এর আওতাভুক্ত তা এখনও জানায়নি সৌদি আরব।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সৌদির এই মন্ত্রণালয় আরও বলেছে, এবারের হজ মৌসুমে তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।
আরও পড়ুন: বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি সই
প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। কোনোভাবেই সৌদি সরকার কিংবা ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই দায় বহন করবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
১৪ ফেব্রুয়ারির মধ্যেই মিনায় ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি এবং ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবাদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, নির্ধারিত সময়ের পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।
তিনি আরও বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ১৩ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আরও পড়ুন: এজেন্সির গাফিলতিতে কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা
প্রেস ব্রিফিংয়ে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।