শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মক্কা

মক্কা আল মুকাররামাহ সৌদি আরবের হেজাজের একটি শহর ও মক্কা প্রদেশের রাজধানী। মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে মুহাম্মদ (স.)-এর জন্ম এবং এখানে হেরা গুহায় তিনি কুরআনের প্রথম ওহি লাভ করেন। মুসলিমরা প্রতি বছর হজ ও ওমরা পালনের জন্য এখানে আসেন। মক্কার প্রাণকেন্দ্রে কাবা অবস্থিত। মক্কা ও কাবা শরিফের ছবি, ভিডিও, মক্কার দর্শনীয় স্থানসমূহ ও মক্কা ও কাবা শরীফের নানা বিষয় থাকছে এই অধ্যায়ে।

শেয়ার করুন: