রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

বিচার চাইলেন আব্বাস, ধর্ষকদের বিরুদ্ধে এক হতে বললেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img
ডিআরইউর ইফতার মাহফিল। ছবি: ঢাকা মেইল

দেশজুড়ে আলোচিত মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শিশুটিকে ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আছিয়ার মৃত্যুতে সারা দেশবাসী কষ্ট পেয়েছে। এই ধরনের ধর্ষণকারীদের বিচার নিশ্চিত করতে আমাদের এক ও অভিন্ন হতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা আব্বাস বলেন, কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে, তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক বেশি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকরা কেউ আসামি না। এই দুঃখ কোনো দিন ভুলতে পারবো না।

ইফতারে দাওয়াত দেয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

পরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।


বিজ্ঞাপন


জামায়াত আমির বলেন, রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দ দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন