রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

জাতিসংঘ মহাসচিবকে নির্বাচনের টাইমফ্রেম দিতে যাব কেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সংস্কারের জন্য যেসব কমিশন করা হয়েছে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিবকে সে বিষয়গুলো অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির পক্ষে থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন


নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কি না এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?’

জাতিসংঘ মহাসচিব সংস্কারের বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

বিএনপি মহাসচিব বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।

সংস্কারের কথা সবার আগে বিএনপি বলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংস্কার অবশ্যই করতে হবে। কিন্তু সেই সংস্কারটা যাতে দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো, সংস্কারগুলো করে ফেলা। তারপর দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।


বিজ্ঞাপন


এর আগে দুপুর একটায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে যান। গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন