সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

দইয়ের সঙ্গে ভুলেও এসব খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

স্বাস্থ্যের জন্য উপকারি একটি উপাদান দই। এতে থাকা প্রোবায়োটিক পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। দইয়ে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। দই দিয়ে অনেক খাবার তৈরি করা হয় যা খেতে সুস্বাদু আর স্বাদে ভরপুর। 

কিন্তু কিছু জিনিস রয়েছে যা দইয়ের সঙ্গে খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চলুন এ জিনিসগুলো সম্পর্কে জেনে নিই- 


বিজ্ঞাপন


onion

পেঁয়াজ

দই আর পেঁয়াজ কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটোর মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরে দই আর পেঁয়াজের প্রভাব ভিন্ন। দুটো একসঙ্গে খেলে পেটের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা হতে পারে।

মাছ


বিজ্ঞাপন


মাছ ও দইয়ের মিশ্রণও শরীরের জন্য ভালো নয়। মাছ এবং দই একসঙ্গে খেলে পেট ফাঁপা, গ্যাস এবং পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। এই দুটো উপাদানের সংমিশ্রণে অ্যালার্জিও হতে পারে।

fruits1

ফল

দইয়ের সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়। টক ফল যেমন লেবু, কমলালেবু দইয়ের সাথে খেলে পেটের ওপর খারাপ প্রভাব পড়ে। এই দুটো উপাদান একসঙ্গে খেলে গ্যাস হতে পারে।

দুধ

দুধ আর দই কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটো উপাদান একসঙ্গে খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে।

food

ভাজা খাবার

দই আর ভাজা খাবারের মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাজা খাবার হজম হতে বেশি সময় নেয়। দইয়ের সঙ্গে ভাজা খাবার খেলে পাচনতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন