পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য সুমন ব্যাপারীকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সুমন ব্যাপারী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মৃত ফজলুল হক ব্যাপারীর ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালি গ্রামের বাদশা হাওলাদারের ঘরে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদশা হাওলাদার বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন জানান, অচেতন করে চুরির ঘটনায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে শনিবার রাতে আটক করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস